Skip to main content

Posts

Tumi Amar Boshundhora

Keno bhabo chere jabo tomay Chere gele tomay pabo kothay Tomeke niye jibon ar jibon to hoy na du-baar Tumi amar boshundhora Tumi amar bancha mora Tumi amar rongeen asha Tumi amar bhalobasha   Ho.. Tumi amar mon akashe acho pashe Se alote nibhe gele ki hobe sudhu deep jwele Tomeke niye jibon ar jibon to hoy na du-baar Tumi amar bosundhora Tumi amar bancha mora Tumi amar rongin asha Tumi amar valobasha   Nodi haray mohonate Khuji tomar din raate E prithibi dhoshe gele Tobu-o amay pashe pabe Tomeke niye jibon ar jibon to hoy na dubaar Tumi amar boshundhara Tumi amar bacha mora Tumi amar rongin asha Tumi amar valobasha [x3]
Recent posts

পৃথিবীর যত সুখ, যত ভালবাসা................হাবিব ওয়াহিদ

পৃথিবীর যত সুখ, যত ভালবাসা সবই যে তোমায় দেব, একটাই আশা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালবাসি তোমাকে। ভাবিনি কখনো, এ হৃদয় রাঙানো ভালবাসা দেবে তুমি দুয়ারে দাঁড়িয়ে, দু’বাহু বাড়িয়ে সুখেতে জড়াব আমি সেই সুখেরই ভেলায় ভেসে স্বপ্ন ডানা মেলব এসে এক পলকে পৌঁছে যাব, রুপকথারই দেশে তুমি ভুলে যেও না আমাকে আমি ভালবাসি তোমাকে।। রয়েছে এখনো এ বুকে লুকানো রাত জাগা স্বপ্ন ঘুমিয়ে মেঘেতে দাঁড়িয়ে, আকাশে হারিয়ে যতনে রেখ গো তুমি সেই মেঘেরই আঁচল এনে আমায় তুমি নাও গো টেনে রং–তুলিতে আঁকব ক্ষণ রুপ কুমারের দেশে তুমি ভুলে যেও না আমাকে আমি ভালবাসি তোমাকে।।

ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে............হাবিব ওয়াহিদ

ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে চাঁন্দের আলো চুইয়া চুইয়া পড়ে পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁঞ্চা সোনা আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না ।। আমি প্রথম দেখে পাগল হইলাম মন তো আর মানে না কাছে আইসো আইসো বন্ধু প্রেমের কারণে ভালোবাইসো বাইসোরে বন্ধু আমায় যতনে নিশি ভোরে জোনাক নাচে মনের গহীন বনে স্বপ্ন দেখ বন্ধু তুমি নিগুঢ় আলিঙ্গনে ।। তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম নিলাম আপন করে পাশে থাকব থাকবরে বন্ধু তোমার কারণে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে।

স্বপ্নে তার সাথে হয় দেখা বসে বসে ভাবি......হাবিব ওয়াহিদ

 স্বপ্নে তার সাথে হয় দেখা ... বসে বসে ভাবি তা একা একা সে স্বপ্নে আসে তবুও স্বপ্নের চেয়েও মধুর তাকে পাবার আসায়... দুর বহুদুর......... তার স্বপ্ন দেখে রাত চলে যায়  তারপর আসে ভোর  তারপর আমার ঘুম ভাঙ্গে দেখি ব্যস্ততার  শহর  অবিরাম ছুটে চলা  একা একা কথা বলা  কতো কিছু বলে ফেলা তাকে ভালোবেসে ফেলা        এ ভালোবাসাতেই রুদ্দুর..... তার স্বপ্ন আধারে ঘেরা নয়  সোনালী রোদে ভরা  মেঘের আকাশ চাইনা  তার স্বপ্নে আছে তারা  ভেসেছি ভালো তাকে  স্বপ্ন দেখার ফাকে স্বপ্নের রং মেখে   মনেতে তার ছবি একে সে স্বপ্নের চেয়েও মধুর

দিন গেল তোমার পথ চাহিয়া...................হাবিব

♫♪দিন গেল তোমার পথ চাহিয়া মন পোড়ে সখি গো কার লাগিয়া সহে না যাতনা তোমারো আশায় বসিয়া মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া পুড়ি আমি আগুনে ও…ও…ও… দিন গেল তোমার পথ চাহিয়া।। যার লাগি তরী বেয়ে যায় জীবন গতি সেই জনা কি রেখেছে খবর কার তরে গান গেয়ে যাই অচেনা সুরে বুঝি না কেবা আপন কে বা পর যার কথা মন ভেবে যায় যার ছবি মন এঁকে যায় ও…যারে হায় এই মনে চায় জীবনে পাব কি তার দেখা সহে না যাতনা তোমারো আশায় বসিয়া মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া পুড়ি আমি আগুনে ও…ও…ও… দিন গেল তোমার পথ চাহিয়া।। যারে ভাবি প্রতি রাতে কার ইশারাতে তোমারে খুঁজে যাই স্বপনে আশার পথ চেয়ে রই প্রতিটি প্রহর কখনো বা শ্রাবণ আনমনে যার কথা মন ভেবে যায় যার ছবি মন এঁকে যায় ও…যারে হায় এই মনে চায় জীবনে পাব কি তার দেখা সহে না যাতনা তোমারো আশায় বসিয়া মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া পুড়ি আমি আগুনে ও…ও…ও… দিন গেল তোমার পথ চাহিয়া।।।♫♪

তোমায় ঘিরে যে ভাল লাগা...................তাহসান

তোমায় ঘিরে যে ভাল লাগা হয়নি বলা ভাষায় হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া সেই তুমি আজ কোথায়? তোমাকে নিয়ে সেই স্মৃতিরা শুধু খুঁজে ফেরে আমাদের কি যেন কি ভেবে আছো সুদূরে এসো না ফিরে হৃদয়ে সময় জুড়ে শুধু শুন্যতা নীরবে ছুঁয়ে থাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখানো তোমায় এভাবে তোমাকে নিয়ে স্বপ্নগুলো আজও খুঁজে ফেরে আমাদের কি যেন কি ভুলে হারিয়ে গেলে এসো না ফিরে হৃদয়ে। মনের আকাশে মেঘের ভেলায় বেদনা বৃষ্টি ঝরে এত কাছে ছিলে তবুও পাইনি কেন তোমায় বোঝাতে তোমাকে নিয়ে স্বপ্নগুলো আজও খুঁজে ফেরে আমাদের কি যেন কি ভেবে হারিয়ে গেলে এসো না ফিরে হৃদয়ে

Jeena Jeena Lyrics

Hmm.. hmm... Dehleez pe mere dil ki Jo rakhe hain tune kadam Tere naam pe meri zindagi Likh di mere humdum Haan seekha maine jeena jeena kaise jeena Haan seekha maine jeena mere humdum Na seekha kabhi jeena jeena kaise jeena Na seekha jeena tere bina humdum Dehleez pe merey dil ki Jo rakhe hain tune kadam Tere naam pe meri zindagi Likh di mere humdum Haan sikha maine jeena jeena kaise jeena Haan sikha maine jeena, mere humdum Na sikha kabhi jeena jeena kaise jeena Na sikha jeena tere bina humdum Hmmm.. hmmm.. Sacchi si hain yeh taareefein Dil se jo maine kari hain... Sacchi si hain yeh taareefein Dil se jo maine kari hain... Jo tu mila to saji hain Duniya meri humdum O aasma mila zameen ko meri Aadhe aadhe poore hain hum Tere naam pe meri zindagi Likh di mere humdum Haan seekha maine jeena jeena, kaise jeena Haan seekha maine jeena, mere humdum Na seekha kabhi jeena jeena kaise jeena Na seekha jeena tere bina humdum Hmmm... hmmm..