ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা হৃদয় গভীরে অচেনা ভালোবাসা আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প (২) রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন এই মন তোমারি আশায় স্বপ্নে বিভোর সারাক্ষন (২) আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প Girl you are so fine And I say goodbye to night and day You are my only, when I’m so lonely You are my everything অজানা ছিল দুটি পথ আজকে একি ঠিকানায় উষ্ণ সুখের বরষায় মগ্ন রব দুজনায় (২) আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প